ছালাম কাকলী :

সাগর ও নদীভাঙ্গা ধলঘাটা ইউনিয়নের উত্তর মুহুরীঘোনায় এখন লবণ উৎপাদন শুরু হওয়ায় লবণ চাষীদের মাঝে চলছে সাজ-সাজ রব। বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা উসমান গণি ওসমানের ছোট ভাই লবণ ও চিংড়ী ব্যবসায়ী ফারুক আজম এর নিজস্ব অর্থায়নে ঐ এলাকার বিশাল ভাঙ্গন স্থানে বাঁধ নির্মাণ করায় উক্ত এলাকায় আগেভাগে লবণ উৎপাদনের সুযোগ হয়েছে।

মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের উত্তর মুহুরীঘোনাস্থ উত্তর পাশে মাতারবাড়ী কয়লা বিদ্যুতের দক্ষিণ পাশের কুল ঘেষে বিশাল ভাঙ্গন থাকায় গেল বর্ষা মৌসুমে পুরো এলাকা জোঁয়ারের পানিতে ভাঁসছিল। এ অবস্থায় ঐ এলাকায় চিংড়ী ও লবণ ব্যবসায়ী এবং সমাজসেবক ফারুক আজম গেল ঈদুল আযহার পূর্বে নিজস্ব অর্থায়নে প্রায় ১৫লাখ টাকা খরচ করে ঐ বিশাল ভাঙ্গনে বাঁধ নির্মাণ করেছে। ফলে জেয়ারের পানি ভিতরে ঢুকতে না পারায় উত্তর ও দক্ষিণ মুহুরী ঘোনার লবণ চাষীরা আগেবাগে লবণ উৎপাদনের কার্যক্রম শুরু করার সুযোগ পেয়েছে। যার ফলে গত ক’য়েকদিন ধরে লবণ উৎপাদন শুরু হয়েছে। এতে লবণ চাষীরা মেতে উঠেছে আনন্দ উৎসবে। অথচ ধলঘাটার পার্শ্ববর্তী অন্যান্য ঘোনায় এখন চলছে সসেবমাত্র লবণ উৎপাদনের কার্যক্রম । এ ব্যাপারে ফারুক আজম থেকে জানতে চাইলে তিনি জানান, ধলঘাটার মানুষ সাগর ও নদীভাঙ্গা এলাকার লোক বিধায় তাদের কর্মসংস্থানের জন্য অধিকাংশ গরীব লোকদের যেতে হয় চট্টগ্রামে জাহাজ কাটা সহ বিভিন্ন এলাকায় । এসব চিন্তা করে আমি নিজস্ব অর্থায়নে উক্ত ভাঙ্গন স্থানে বাঁধ দেয়ায় এখন লবণ চাষীরা লবণ উৎপাদন করতে পারায় আমি লবণ চাষীদের সাথে আনন্দিত।