প্রেস বিজ্ঞপ্তি
‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ’ শ্লোগানে উখিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসের সমাবেশে বক্তারা বলেছেন, দূর্নীতির মূলোৎপাটনে বর্তমান প্রজম্মকে দায়িত্ব নিতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন ছিল- দূর্নীতি ও শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠা। সে স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিতে পারে আজকের নতুন প্রজম্মের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ছেনুয়ারা বেগম।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উখিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে দূর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও মানববন্ধন উপজেলা সদর ষ্টেশনে অনুষ্ঠিত হয়।
সমাবেশে অনুষ্ঠানের প্রধান অতিথি উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নিকারুজ্জামান চৌধুরী বলেন, প্রজম্মরাই পারবে সমাজ ও দেশকে দূর্নীতির আগ্রাসন থেকে বাঁচাতে। রাষ্ট্রের উন্নয়নে এ দূর্নীতিই প্রধান অন্তরায়। দূর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হলে সকল শ্রেণী পেশার নাগরিকদের এগিয়ে আসতে হবে। দূর্নীতিবাজরা ধরা পড়লে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কোন মতেই দূর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় ও লালন করা যাবে না।
উখিয়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিক, উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের, উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী। সভায় সুচনা বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও কক্সবাজারস্থ দুদক পিপি এডভোকেট মো:আবদুর রহিম।
সভায় বক্তব্য রাখেন, উখিয়া সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশিদ, এডভোকেট রবীন্দ্র দাশ রবি, ছাত্র-ছাত্রীদের পক্ষে হাশেম সিকদার জিশান।
উপস্থিত ছিলেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মাষ্টার লিয়াকত আলী, আলমগীর কবির, সদস্য সাংবাদিক দীপন বিশ্বাস, অধ্যাপক মোহাম্মদ ইসলাম, শিক্ষক রূপন দেওয়ানজী, রীতা বালা দে, নিগার সুলতানা হাসি, উপজেলা সিনেটারী ইন্সপেক্টর নূরুল আলম, শিক্ষক মেধু বড়–য়া, সহকারী সিনেটরী ইন্সপেক্টর মো: ইউনুসসহ উপজেলা প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারি, ডাক্তার, শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।