নীতিশ বড়ুয়া, রামু:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে ফ্রান্স গেছেন রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, সাংবাদিক তপন চক্রবর্তী। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব, বাংলানিউজ২৪ ডট কমের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও রামু সমিতি-চট্টগ্রামের সভাপতি। প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইডে সাংবাদিক তপন চক্রবর্তী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে সোমবার (১১ডিসেম্বর) সকালে প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রো, জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতিয়েরেস এবং বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের যৌথ আমন্ত্রনে দেশটিতে অনুষ্ঠেয় ওয়ান প্ল্যানেট সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তিনি প্যারিসে গেছেন। এ সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী, সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিক, সাংবাদিক ও ব্যবসায়ী রয়েছেন। আগামী ১৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সাথে সাংবাদিক তপন চক্রবর্তী দেশে ফিরবেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।