বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে জেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে আবার জেলা প্রসাশকের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালীতে ব্যানার, পেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণসহ স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুফিদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।
এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সহকারী পুলিশ সুপার ইয়াছির আরাফাত, নেজারত ডেপুটি কালেক্টর মো: আলী নুর খানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন সরকারী-বেসরকারী অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে দিলীপ কুমার বণিক বলেন, বর্তমান সরকারের অগ্রণী ভুমিকার কারণে আজ পার্বত্য অঞ্চলসহ সর্বত্র তথ্য প্রযুক্তির উন্নয়নের ছোয়া লেগেছে। জনসাধারণ আজ ভোগান্তি ছাড়াই অনলাইনের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে সরকারের বিভিন্ন সেবা পাচ্ছে।