ছালাম কাকলী ॥ মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে ১৪ টি ল্যাপটপ চুরির ঘটনায় বাজারের নৈশ প্রহরী মোঃ আব্দুল্লাহ, জয়নাল, ও আহমদ উল্লাহ এর বিরুদ্ধে মামলা করায় মাতারবাড়ী নতুন বাজার মালিক ও ব্যবসায়ী সমিতি এরই প্রতিবাদে ১২ ডিসেম্বর সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে।

মাতারবাড়ী নতুন বাজার মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মুজিব ও সাধারণ সম্পাদক রাশেদ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে জানান, গত ৮ ই ডিসেম্বর রাত প্রায় ৮ টার দিকে মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে কে বা করা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বিভিন্ন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দিয়েছে। কিন্তু রহস্য জনক ভাবে বাজারের ৩ জন নৈশ প্রহরীর বিরুদ্ধে মামলা করে থানায় প্রেরণ করা দুঃখ জনক। তারা আরো ক্ষোভ প্রকাশ করে জানান, উক্ত বিদ্যালয়ের শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্ধের কারণে উল্লেখিত ল্যাপটপ চুরি হয়েছে। কিন্তু প্রকৃত চোরদের আড়াল করতে বাজারের নিরহ ও নিরাপরাদ নৈশ প্রহরীদের বিরুদ্ধে মামলা করা দুঃখ জনক। কারণ তাদের বিরুদ্ধে অতীতে কোন ধরনের সমাজ বিরোধী অভিযোগ নেই। এমনকি উক্ত ৩ জনই বলত গেলে কর্মহীন ব্যক্তি হওয়ার কারণে তাদের সংসার চলানোর তাগিদে ব্যবসায়ীদের সুপারিশে তাদের কে বাজারের নৈশ প্রহরী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। অভিযুক্ত নৈশ প্রহরীরা মোটেই এ ঘটনার সাথে সম্পৃক্ত নেই বলে এরা দাবি করেন। এদের কে নিঃশর্ত ভাবে মুক্তির দাবি জানিয়ে গত ১২ ই ডিসেম্বর সন্ধ্যায় নতুন বাজারস্থ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস,এম আবু হায়দারের নিজস্ব অফিসে এক সাংবাদিক সম্মেলন এর আয়োজন করেছেন।