সংবাদ বিজ্ঞপ্তি:
শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করেছে কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজ।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে আলোচনা সভা অধ্যক্ষ প্রফেসর সিরাজুল মোস্তফার সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন- ইংরেজি বিষয়ের শিক্ষক মুহাম্মদ রুহুল আমিন, ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের শিক্ষক আছিফুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিষয়ের শিক্ষক শাহাজাহান চৌধুরী।
সভাপতির বক্তব্যে প্রফেসর সিরাজুল মোস্তফা বলেছেন, শহীদ বুদ্ধিজীবিরা ছিলেন আমাদের সূর্যসন্তান। বাঙালি জাতিকে চিরতরে বিনাশ করার কুমানসে পাকিস্তানিরা বেছে বেছে দেশের সম্পদগুলোকে হত্যা করেছে। তারপরেও কোন অপশক্তি বাঙালি জাতিকে দমিয়ে রাখতে পারেনি। তিনি শহীদ বুদ্ধিজীবিদের মাগফিরাত কামনা করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলা বিষয়ের শিক্ষক সিরাজুল কবির, জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক আসমাউল হুসনা, অর্থনীতি শিক্ষক নজরুল ইসলাম, বায়তুর রহিম, সালাহউদ্দিন প্রমূখ।