এম আবুহেনা সাগর ,ঈদগাঁও :

ধান পাহারা দেওয়ার সময় ঈদগাঁওর চান্দেরঘোনা এলাকায় বন্যহাতির আক্রমণে জসিম উদ্দিন প্রকাশ লাদেন (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। ১৬ ডিসেম্বর গভীর রাত আনুমানিক দুইটার দিকে বুইজ্জা পাড়ায় এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি ঐ এলাকার মৃত মোস্তাফজিুর রহমানের পূত্র বলে জানা যায় ।

হাতির আক্রমনে আহত হওয়া বালু ব্যবসায়ী মোক্তার ও আলী আহমদ সংবাদকর্মীদের জানান, জসিম উদ্দিন প্রকাশ লাদেন ধান পাহারা দিচ্ছিল। প্রথমে হাতি মোক্তারকে আঘাত করে, সে তার হাতে ও পায়ে আঘাত পাওয়ার পরও কোনমতে প্রাণে রক্ষা পেয়ে পালিয়ে যায়। তবে জসিম ঘুমে থেকে উঠতে না পারায় হাতির রোষানলে পড়ে যান। এ সময় হাতির আক্রমনে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। হামলার পর পাশ্বর্বতী মোক্তারের বাড়ীতে ও এ বন্যহাতি আক্রমন চালায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন মেম্বার মিজানুর রহমান মহসিন।