সংবাদ বিজ্ঞপ্তি:
বিজয়ের ৪৬ তম দিবসে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়। দিনটিতে ছিল সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলাদ মাহফিল।
১৬ ডিসেম্বর বিকালে ইফার জেলা কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি ও দৈনিক রূপসী গ্রামের সম্পাদক মোঃ খোরশেদ আলম।
সহকারী পরিচালক সরওয়ার আকবরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মসজিদ পাঠাগার পাঠক সমিতির সভাপতি মাওলানা রফিউদ্দিন, ইমাম মোয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি কাজী আলহাজ্ব সালাহউদ্দিন মোঃ তারেক, ইমাম সমিতির সভাপতি কাজী সিরাজুল ইসলাম ছিদ্দিকী। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মুহাম্মদ ফজল করিম।
আলোচনা সভা শেষে মিলাদ. মুক্তিযোদ্ধে বীর শহীদদের আতœার মাগফিরাত, দেশ ও জাতির সমৃদ্ধি-কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
একইভাবে বিজয়ের ৪৬ তম দিনে সূর্যাস্তের পর ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষাকেন্দ্রমূহে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও তবরুক বিতরণ করা হয়। সকাল ৮টায় ইউনিয়ন পর্যায়ের কেন্দ্রের সমন্বয়ে কেরাত, হামদ, নাত, উপস্থিত বক্তৃতা, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনের উপর রচনাসহ ৮ ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুর ১২ টায় উপজেলা পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকালে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগি অংশ গ্রহণ করে। সেখানে বিজয়ীদের মাঝে ইফা কার্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিক পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠান পরিচালনা করেন সদর ফিল্ড সুপারভাইজার আবুল ফয়েজ।