সংবাদ বিজ্ঞপ্তি:
১৮ ডিসেম্বর কক্সবাজারে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। নিরাপদ অভিবাসন যেখানে টেকসই উন্নয়ন সেখানে- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র‌্যালী, আলোচনা সভা ও নিরাপদ অভিবাসন সংক্রান্ত দিনব্যাপী তথ্যষ্টল এবং সন্ধায় কলাতলি সুগন্ধা পয়েন্টে মানব পাচার ও নিরাপদ অভিবাসন সম্পর্কিত ডকুমেন্টরী ফিল্ম প্রদর্শন করা হয়।
অভিবাসন দিবসের বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন স্থান পদক্ষিণ করে শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ইপসার হোসনে আরা রেখার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন কক্সবাজার জেলার জেলা প্রশাসক আলী হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক রমিউন কান্তি দাশ সভাপতিত্বে অনুুষ্ঠিত সভায় সহ আরও বক্তব্য রাখেন, ইপসার আউটরীচ সমন্বয়ক ওমর সাদেক, পিএম যীশু বড়–য়া, আইওএম এর সৈকত বিশ্বাস, ব্যাংকাস এসোসিয়েশনের প্রতিনিধি এবং এনজিও প্রতিনিধি সহ আরও অনেকে বক্তব্য রাখেন। পাশাপাশি জেলা প্রশাসকের চত্বরে লোকজনকে সচেতন করার জন্য তথ্যষ্টল করে ইপসার বিভিন্ন প্রোগ্রামের কর্মিরা এবং অর্নিবার্ন সদস্যরা । সন্ধায় লাবনী পয়েন্টে মানব পাচার ও নিরাপদ অভিবাসের উপর ভিডিও ডকুমেন্টারী দেখানো হয়। র‌্যালী, তথ্যষ্টল, ভিডিও ডকুমেন্টারীতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী সবাই এই ধরণের প্রোগ্রাম করার জন্য ইপসাকে ধন্যবাদ জানান।