হুমায়ূন রশিদ, টেকনাফ:
উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক ও দাতব্য প্রতিষ্ঠান হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উপলক্ষ্যে ১৮তম বৃত্তি পরীক্ষা বিশেষ ও বর্ধিত কলেবরে শুরু হচ্ছে। এই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি এগিয়ে চলার পাশাপাশি অংশগ্রহনেচ্ছুক শিক্ষার্থীরা প্রস্তুতি গ্রহণে ব্যস্থ হয়ে পড়েছে।
জানা যায়,আগামী ২২ডিসেম্বর সকাল ১০টায় হ্নীলা হাইস্কুল ভেন্যুতে ঐতিহ্যবাহী হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন ১৮তম আন্ত:উপজেলা বৃত্তি পরীক্ষা-২০১৭ইং উৎসবমুখর পরিবেশে আরম্ভ হবে। এতে উপজেলার ৪র্থ শ্রেণীতে ২৭টি প্রাইমারী স্কুলের ১শ ৮২জন, ১৫টি এবতেদায়ী ও নুরানী মাদ্রাসার ১শ ১১জন এবং ৭ম শ্রেণীতে ১৬টি হাইস্কুলের ১শ ২২জন এবং ৭টি মাদ্রাসার ৪৬জনসহ ৪শ ৬১জন পরীক্ষার্থী অংশগ্রহণের জন্য তালিকাভূক্ত হয়েছেন। উক্ত পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করবেন অধ্যাপক কফিল আহমদ, পরীক্ষার হল সুপারের দায়িত্ব পালন করবেন মাওলানা এসএম সাইফুল্লাহ ও হল সচিব হ্নীলা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম আব্দুস সালাম। উক্ত পরীক্ষা মনোরম ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য ইতিমধ্যে কার্যক্রম এগিয়ে চলছে। এইবারের জি.এইচ.এফ বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের জন্য বর্ধিতহারে নগদ টাকা ও বিশেষ পুরস্কার সামগ্রী দেওয়ার সিদ্বান্ত গৃহীত হয়েছে বলে হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কায়সার উদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।