প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার আঞ্চলিক ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। কক্সবাজার সরকারি কলেজ ভেন্যুতে দিনব্যাপী এ অলিম্পিয়াডের আয়োজক কক্সবাজার আঞ্চলিক ফিজিক্স অলিম্পিয়াড কমিটি। অলিম্পিয়াডের ব্যবস্থাপনায় থাকছে দৈনিক প্রথম আলো।

বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কক্সবাজার আঞ্চলিক উৎসব ২০১৮ এর সমন্বয়কারী ও কক্সবাজার সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক মফিদুল আলম বলেনÑ সকাল সাড়ে আটটায় সকল প্রতিযোগীকে ভেন্যুতে উপস্থিত হয়ে উপহার সামগ্রী গ্রহণ করতে হবে। পরীক্ষা পর্ব শুরু হবে সকাল নয়টায়। অংশগ্রহনের সময় প্রতিযোগীকে রেজিস্ট্রেশনের প্রিন্ট কপি ও অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখাতে হবে।

প্রথম আলো বন্ধুসভার সভাপতি ইব্রাহিম খলিল বলেন- অলিম্পিয়াডে পরীক্ষা পর্ব ছাড়াও থাকবে সায়েন্স ভিডিও শো, র‌্যালী, প্রশ্নোত্তর পর্ব ও বন্ধুসভার সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিটি ক্যাটেগরীতে ২০ জন করে মোট ৬০ জন প্রতিযোগীকে জাতীয় পর্যায়ের জন্য মনোনীত করা হবে।

প্রয়োজনীয় তথ্যের জন্য ০১৭১৪-৩৭৪৬৩৪ এ নম্বরে যোগাযোগ করা যাবে।