সৈয়দুল কাদের:

আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, কুতুবদিয়া উপজেলায় ৪০০ কোটি টাকার উন্নয়ন মুলক কাজ চলমান রয়েছে। আগামিতে আরো উন্নয়ন হবে। তাই ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে আগামি নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। তিনি বলেন, ইতোমধ্যে ৯২ কোটি টাকা ব্যয়-এ নৌ-বাহিনীর তত্বাবধানে নির্মিত হচ্ছে স্থায়ী বেড়ীঁবাধ। ৭৫ কোটি টাকা ব্যয়-এ নির্মিত হচ্ছে ১১টি সাইক্লোন সেল্টার কাম বিদ্যালয়। ২৮ কোটি টাকা ব্যয়-এ কুতুবদিয়ার প্রধান সড়কের কাজ চলছে এ ছাড়া ৪টি জেটি নির্মাণের কাজ এগিয়ে যাচ্ছে। স্বাধীনতার ৪৬ বছরে কুতুবদিয়ার যে উন্নয়ন হয়নি গত ৪ বছরে এর চেয়ে বেশী উন্নয়ন হয়েছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখুন আরো উন্নয়ন হবে। তিনি ইতোমধ্যে দেশের স্বাস্থ্য সেবা তৃণমুলে পৌছে দিতে সক্ষম হয়েছেন। গর্ভবতি মায়েরা সহজেই চিকিৎসা সেবা পাচ্ছেন। এখন রোগিদের আর ডাক্তারের খোঁজ করতে হয় না। ডাক্তাররাই এখন রোগি খোঁজেন।

তিনি বুধবার দিনব্যাপী কুতুবদিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা ভবন, ডিঙ্গিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন ও মা সমাবেশের প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।

এ সময় বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডঃ ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাবের, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ দিদারুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক নুরুচ্ছফা বিকম চেয়ারম্যান।

উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক, মহেশখালী উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল আলম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশহাদ উল্লাহ সায়েম, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী আবু তাহের, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম লালা, প্রচার সম্পাদক মোঃ শাহজাহান, আছাদ উল্লাহ, আওয়ামী লীগ নেতা মিজবাহ উদ্দিন, মাহবুবুর রহমান, বড়ঘোপ আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, আলী আববর ডেইল আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, কৈয়ারবিল আওয়ামী লীগের সভাপতি আজমগীর মাতবর, দক্ষিণ ধুরুং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম সিকদার, উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর ছিদ্দিকী,ইউপি মেম্বার হাসানুর জাহান, উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম ও মিজবাহুর রহমান তুহিন।