হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

টেকনাফে কৃষকদের মাঝে উন্নত জাতের বাদাম বীজ বিতরণ করা হয়েছে। ২০ ডিসেম্বর বিকালে টেকনাফ উপজেলা কৃষি অফিস ও কৃষক প্রশিক্ষণ সেন্টারে অনানুষ্টানিকভাবে কৃষকদের মাঝে উন্নত জাতের বাদাম বীজ বিতরণ করা হয়।

টেকনাফ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, টেকনাফের কৃষকগণ মান্ধাতা আমলের ধানের জাত চাষাবাদ করে আসছিল। বর্তমানে উন্নত জাতের ধানের চাষাবাদ করছেন। তাছাড়া লবণাক্ত সহনশীল জাতসহ উফশী জাতের প্রতি বর্তমানে টেকনাফের কৃষকগণ আগ্রহী হয়ে উঠেছেন। তাছাড়া মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি অফিসারগণের তৎপরতায় নিত্য নতুন জাতের শাক-সব্জী চাষাবাদ, কম্পোস্ট সার, আলোক ফাঁদ, সেক্স ফেরোমন ইত্যাদির প্রতি কৃষকদের আগ্রহ বাড়ছে। বাংলাদেশ ধান গবেষণাগার, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, উদ্ভিদ সংরক্ষণ উইং থেকে নতুন নতুন জাতের ধান এবং হাইব্রীডসহ উন্নত জাতের শাক-সব্জীর বীজ এনে কৃষক পর্যায়ে এলাকার এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউএনও, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, এসএপিপিও, উপ-সহকারী কৃষি অফিসারগণ, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ২০ ডিসেম্বর বিকালে টেকনাফ উপজেলা কৃষি অফিস ও কৃষক প্রশিক্ষণ সেন্টারে অনানুষ্টানিকভাবে কৃষকদের মাঝে উন্নত জাতের বাদাম বীজ বিতরণ করা হয়। বিতরণকৃত বাদামের নাম চিনা বাদাম। জাত হচ্ছে ঝিংগা বাগান। বাদাম বীজ বিতরণকালে এসএপিপিও কামাল উদ্দিন, উপ-সহকারী কৃষি অফিসার কামরুল হাসান ও শফিউল আলম কুতুবী উপস্থিত ছিলেন।