জাকারিয়া আলফাজ,টেকনাফ :

টেকনাফ সেন্টমাটিন নৌ রুটে চলাচলকারী পর্যটকবাহী জাহাজে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে দুই জাহাজ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে টেকনাফ উপজেলা প্রশাসন। ২৩ ডিসেম্বর শনিবার সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিক ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমার নেতৃত্বে একটি টিম টেকনাফ দমদমিয়াস্থ সেন্টমার্টিন জাহাজ ঘাটে অভিযান পরিচালনা করেন। এসময় অতিরিক্ত যাত্রী বহনের দায়ে এলসিটি কুতুবদিয়া জাহাজকে এক লাখ টাকা এবং এসটি খিজির-৮ জাহাজকে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি প্রণয় চাকমা জানান, সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজে ধারন ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান কালে দুই জাহাজকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। আগামীতে অতিরিক্ত যাত্রী বহন থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে আইন অমান্য করলে জাহাজের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।