এম আবুহেনা সাগর, ঈদগাঁও :
ককসবাজার সদর উপজেলার ঈদগাঁওতে টমটম ওভারটেক করতে গিয়ে উল্টে এক বিএনপি নেতা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ২৩ ডিসেম্বর রাত সাড়ে আটটার দিকে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির সদস্য ইসলামাবাদ পাহাঁশিয়াখালী এলাকার বাসিন্দা জানে আলম ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনায় টমটম ওভারটেক করতে গিয়ে উল্টে আহত হয়। এতে তার হাত ও পায়ে জখম লাগে। তাৎক্ষনিক তাকে ঈদগাঁও বাজারস্থ ডায়াবেটিস কেয়ার সেন্টারে চিকিংসা সেবা প্রদান করা হয়, পরে তার অবস্থার অবনতি দেখা দিলে তাকে ককসবাজারে প্রেরন করা হবে বলে দলীয় নেতাকর্মী সূত্রে প্রকাশ। এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শওকত আলম সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।