চট্টগ্রাম সংবাদদাতা:
প্রধানমন্ত্রী চট্টগ্রামের বিএনএ ফ্লোটিলায় রাষ্ট্রপতি কুচকাওয়াজ মিডশিপম্যান-২০১৫ পরিদর্শন এবং বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, পটুয়াখালীতে এভিয়েশন সুবিধাসহ দেশের সবচেয়ে বড় নৌঘাঁটি ও রাজধানীর খিলক্ষেতে বঙ্গবন্ধু নৌঘাঁটি নির্মাণ করা হচ্ছে। কুতুবদিয়াতে সাবমেরিন ঘাঁটি নির্মাণ করা হবে।
রোববার দুপুরে চট্টগ্রামে নৌবাহিনীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে রোববার বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট বিজি-০৪১১ ফ্লাইটে সকাল সাড়ে ১০টায় তিনি ঢাকা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এ সময় তিনি ১০ লাখ রোহিঙ্গাকেই দ্রুত মিয়ানমার ফেরত পাঠাবে সরকার। মিয়ানমারের সঙ্গে চুক্তি অনুযায়ীই সবকিছু করা হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুক্তিযুদ্ধের চেতনায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় আত্নত্যাগে নবীন নৌ সদস্যদের প্রতি আহবান জানান তিনি।
অনুষ্ঠান শেষে তিনি সদ্য প্রয়াত চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবার কথা রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।