হাফিজুল ইসলাম চৌধুরী :
রামু উপজেলার গর্জনিয়ার জুমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির নির্বাচন অবশেষে পুলিশ পাহারায় অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচন নিয়ে গত একমাস ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে অপ্রীতিকর কোন ঘটনার সূত্রপাত হয়নি। রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যালয়ের দুইটি কক্ষে ভোটগ্রহণ চলে। এসময় শান্তিরক্ষায় গর্জনিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক কাজি আরিফ উদ্দিন, সহকারি উপপরিদর্শক জুয়েল বড়–য়া ও মো.কাউছারের নেতৃত্বে একদল পুলিশ ও ব্যাটালিয়ন পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন। এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জাতীয় নির্বাচনের আদলে। ভোটার সংখ্যা ৪৯৫জন থাকলেও কেন্দ্রের আশপাশে ছিল দুহাজার লোকের সমাগম। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারায় এলাকার কৃতি সন্তান চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আবুল কাশেম মো.ফজলুল হকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভোটারেরা। ভোট গণনা শেষে বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং ও উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা আবু নোমান মো.আবদুল্লাহ। এসময় নির্বাচনে দায়িত্ব পালনকারী শিক্ষক নেতা সৈয়দ নজরুল ইসলাম বক্তব্য দেন। ঘোষিত ফলাফলে ২১৮ ভোট পেয়ে মোহাম্মদ ইউনুছ (মোরগ), ২১৭ ভোট পেয়ে মো.আলী (ফুটবল), ২৩৭ ভোট পেয়ে খালেদা হোসাইন (দেওয়াল ঘড়ি) এবং ১৭০ ভোট পেয়ে রওশন আরা (কলসি) জুমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হামিদুর রহমান বলেন, এই নির্বাচন রামু উপজেলায় ইতিহাস সৃষ্টি করেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।