আবদুর রাজ্জাক,কক্সবাজার :
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা জেলার চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার ইয়াবাসহ নয়ন সাহা (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ২৪ ডিসেম্বর রবিবার ভোর রাত্রে কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবাসহ র্যাব সদস্যরা তাকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী নয়ন সাহা চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার বলাখাল গ্রামের উত্তম সাহার পুত্র বলে জানা গেছে।
র্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ২৪ ডিসেম্বর রবিবার ভোর রাত ১ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিনের নেতৃত্বে একদল র্যাব সদস্য কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ২ কোট টাকা মূল্যের ৪০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নয়ন সাহাকে আটক করে।
আটককৃত ইয়াবা ব্যবসায়ী নয়ন সাহার বিরুদ্ধে র্যাব সদস্য বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) টেবিলের ৯(খ) ধারায় মামলা দায়ের র্পূবক চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে প্রকাশ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।