হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের সময়োচিৎ হস্তক্ষেপে সড়ক ও জনপথ বিভাগের মুল্যবান জমি অবৈধভাবে জবর দখল থেকে মুক্ত হয়েছে বলে জানা গেছে। ২৪ ডিসেম্বর দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ হোসেন সিদ্দিক সরকারী সম্পদ রক্ষার্থে আকস্মিক অভিযান চালান।
তিনি বলেন ‘কক্সবাজার সড়ক উপ-বিভাগ-২ উপ-বিভাগীয় প্রকৌশলী স্বাক্ষরিত সরকারী অধিগ্রহণকৃত জমিতে অবৈধ দখল বিষয়ে একটি নোটিশ পাওয়া যায়। এতে বলা হয়, স্থানীয় সালেহ আহমদ কক্সবাজার-টেকনাফ জাতীয় মহাসড়কের ৭৭ তম কিলোমিটারে হাসপাতাল গেইটের পাশে সড়ক ও জনপথ বিভাগ কতৃক হুকুম দখলকৃত জমির উপর অবৈধ দখল করে মাটি ভরাট করছেন। যা হাইওয়ে এ্যাক্ট সংশোধিত ১৯৯৪ এর ৮ এর (ক) ও (খ) ধারা অনুযায়ী দন্ডনীয় অপরাধ। ২৪ অক্টোবর জারী করা উক্ত নোটিশে ৭ দিনের মধ্যে অবৈধ দখলকৃত জমি হতে স্থাপনা অপসারনের নির্দেশ দেয়া হয়েছিল। নোটিশের কপি পুলিশসহ বিভিন্ন দপ্তরে দেয়া হয়েছে। কিন্ত অভিযুক্ত ব্যক্তি নোটিশের কোন তোয়াক্কা না করে কাজ চালিয়ে আসছিল। তিনি সড়ক ও জনপথ বিভাগের মুল্যবান জমি জবর দখল করে মাটি ভরাট, খড় এনে স্তপ এবং জমিতে নালা তৈরী করে মার্কেট নির্মাণ করার কাজ চালিয়ে আসছে। ইতিমধ্যেই কিছু জমিতে মাটি ভরাট করেছে। স্থানটি টেকনাফ উপজেলা হাসপাতাল এবং উপজেলা পরিষদের অতি নিকটে। প্রশাসনের অতি সন্নিকটে সরকারী মুল্যবান জমি জবর দখলের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে ঘটনাস্থলে গিয়ে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। কোন অবস্থাতেই সরকারী জমি জবর দখল করতে দেয়া হবেনা’।
এদিকে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের সময়োচিৎ হস্তক্ষেপে সড়ক ও জনপথ বিভাগের মুল্যবান জমি জবর দখল থেকে মুক্ত হওয়ায় স্থানীয় সচেতন মহল তাঁকে সাধুবাদ জানিয়েছেন। টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও এমপি বদি সরকারী প্রাইমারী স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব জহির হোসেন এমএ বলেন ‘সরকারী সম্পদ রক্ষার্থে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ হোসেন সিদ্দিকের এ হস্তক্ষেপকে আমি সাধুবাদ জানাই। তিনি সরকারী মুল্যবান জমি জবর দখল থেকে রক্ষার জন্য যে ভুমিকা পালন করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরণের দৃষ্টান্ত বিরল। সরকারী স্বার্থে তিনি নিরব না থেকে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এভাবে প্রত্যেক সরকারী অফিসার আন্তরিকভাবে এগিয়ে আসলে সরকারী মুল্যবান সম্পদ রক্ষা পাওয়ার পাশাপাশি ভুমি দস্যুরা নিপাত যাবে’।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।