সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমির আলীর পিতা সদরের ঝিলংজা হাজিপাড়ার বাসিন্দা হাজি আশরাফ আলী সিকদার (৮৪) মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
রবিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা এ্যাপোলো হাসসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাজি আশরাফ আলী ৫ ছেলে ৫ মেয়ের জনক। তিনি ক্রুন ক্যান্সার আক্রান্ত ছিলেন। এরই মাঝে স্ট্রোকজনিত কারণে হাজি আশরাফ আলীকে গত ৩ নভেম্বর ঢাকা নেওয়া হয়।
মরহুমের নামাজে জানাজা সোমবার (২৫ ডিসেম্বর) বাদ জুহর কক্সবাজার সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
লুৎফুর রহমান কাজলের শোক:
আশরাফ আলী সিকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
শোক প্রকাশ করেছেন জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জল ও সাধারণ সম্পাদক পৌর প্যানেল মেয়র জিসান উদ্দিন জিসান। তারা প্রবীন এই মুরব্বির মৃত্যুতে শোক এবং শোকাহত স্বজনের প্রতি সমবেদনা জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।