সিবিএন:
আগামী ২৫ জানুয়ারী কক্সবাজারে অনুষ্ঠিতব্য ৭ম হিফজুল কুরআন প্রতিযোগিতার জন্য বাছাইয়ে ‘ইয়েস কার্ড’ পেয়েছে কক্সবাজার সদরের ৯ ক্ষুদে হাফেজ। ওখানে অন্যসব হেফজখানাকে পেছনে ফেলে দুই গ্রুপে প্রথমসহ ৪টি ইয়াস কার্ড পেয়েছে কক্সবাজার বায়তুশ শরফ শাহ মুহাম্মদ কুতুব উদ্দিন হেফজখানার ৪ জন প্রতিযোগি। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে শহরের ওয়াপদা তাজবিদুল কুরআন হাফেজিয়া মাদরাসায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজার সদর উপজেলা শাখার এ আয়োজনে অন্তত ২০টি হেফজখানার শতাধিক প্রতিযোগি অংশ গ্রহণ করে। ৩ গ্রুপে তাদের প্রতিযোগিতা হয়।
এতে ‘ইয়েস কার্ড’ প্রাপ্তরা হলেন-
৩০ পারা (অনুর্ধ্ব ১৮) গ্রুপে কক্সবাজার বায়তুশ শরফ শাহ মুহাম্মদ কুতুব উদ্দিন হেফজখানার তাফহীমুদ্দীন ভুইয়া, দ্বিতীয়- কক্সবাজার দারুল আরক্বম ইন্টারন্যাশনাল তাহফীজুল কুরআন মাদরাসার আমিনুল্লাহ এবং তৃতীয় স্থান করেছেন বদর মোকাম চেমন শামসুন্নাহার হেফজখানা হামিমুর রহমান।
২০ পারা (অনুর্ধ্ব ১৫) গ্রুপে প্রথম- কক্সবাজার বায়তুশ শরফ শাহ মুহাম্মদ কুতুব উদ্দিন হেফজখানার রিদওয়ানুল হক, দ্বিতীয়- মানারুল কুরআন মাদরাসার সাইফুল্লাহ মাহমুদ এবং তৃতীয় স্থান অধিকার করেছেন মাদরাসা যায়েদ বিন সাবেতের শফিকুল আনোয়ার।
১০ পারা (অনুর্ধ্ব ১২) গ্রুপে প্রথম- তারতিলুল কুরআন মাদরাসার আবু রেজা আযমী, দ্বিতীয়- কক্সবাজার বায়তুশ শরফ শাহ মুহাম্মদ কুতুব উদ্দিন হেফজখানার আদীল শাহরিয়ার এবং তৃতীয় হয়েছেন একই প্রতিষ্ঠানের সিরাজুম মুনীর। বিজয়ীদের আনুষ্ঠানিক সদন ও ইয়েস কার্ড তুলে দেয়া হয়।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন- জমিয়তে তাহফীজুল কুরআন বাংলাদেশের উপদেষ্টা মহেশখালী গোরকঘাটা জামেয়া ইসলামিয়ার ইমাম মাওলানা ক্বারী কামাল উদ্দিন, হুফফাজের চকরিয়া উপজেলা সহ-সভাপতি মাওলানা হাফেজ কামালুদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন- হাফেজিয়া তাজবীদুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ মুসতায়িন বিল্লাহ, জেলা হুফফাজের সভাপতি মাওলানা হাফেজ মুহাম্মদ ইউনুছ ফরাজী, সাধারণ সম্পাদক হাফেজ রিদওয়ানুল কবির, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মিসবাহ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ জামালুদ্দীন তাওহীদ, সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফেজ আবু সাবের, মাওলানা হাফেজ মুহাম্মদ হোসাইন, আবদুর রহীম। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হুফফাজের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা হাফেজ ফরিদুল আলম। আয়োজকদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ডিসকভার কক্স এর পরিচালক আবদুল্লাহ নয়ন এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর নির্বাহী সদস্য ও কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) এর বার্তা সম্পাদক ইমাম খাইর।
এদিকে কক্সবাজার বায়তুশ শরফ শাহ মুহাম্মদ কুতুব উদ্দিন হেফজখানার ছাত্ররা দুই গ্রুপে প্রথমসহ ৪টি ইয়াস কার্ড পাওয়ায় কৃতি ক্ষুদে হাফেজদের অভিনন্দন ও দোয়া জানিয়েছেন বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক সমাজ সেবায় স্বর্ণপদকজয়ী বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব এম.এম সিরাজুল ইসলাম। একই সঙ্গে তিনি প্রতিযোগিতা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৫ জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল ৯ টা থেকে কক্সবাজার ডায়াবেটিক পয়েন্ট সংলগ্ন বিয়াম অডিটরিয়ামে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের জেলা পর্যায়ে ৭ম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতার জন্য ইতোমধ্যে পেকুয়া, মহেশখালী, টেকনাফ, চকরিয়ায় বাছাইপর্বে উত্তীর্ণদের ‘ইয়েস কার্ড’ প্রদান করা হয়েছে।
২৬ ডিসেম্বর রামু, ২৮ ডিসেম্বর উখিয়া, ২ জানুয়ারী ঈদগাঁও এবং ৪ জানুয়ারী কুতুবদিয়া উপজেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এসব প্রতিযোগিতা সফল করতে সবার আন্তরিক সহযোগিতা চেয়েছেন জেলা হুফফাজের সভাপতি মাওলানা হাফেজ মুহাম্মদ ইউনুছ ফরাজী এবং সাধারণ সম্পাদক হাফেজ রিদওয়ানুল কবির।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।