রফিক মাহমুদ, উখিয়া:

উখিয়া-টেকনাফ সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলায় শক্তিশালী কোটবাজারকে ১-০ গোলে হরিয়ে টেকনাফ শুভ সূচনা করে। ২৬ ডিসেম্ভর বিকাল ৩ টায় ঐতিহ্যবাহী উখিয়া উপজেলার পালংখালী যুবরাজ সংস্থার খেলার মাঠে প্রতি বছরের ন্যায় পালংখালী খেলোয়াড় সমিতির উদ্যোগে আয়োজিত মাস ব্যাপী জম জমাট ফুটবল খেলার উদ্বোধন করা হয়।

খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলা শাখা সাধারন সম্পাদক আলহাজ¦ মুজিবর রহমান চেয়ারম্যান। খেলার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রামীণ ঐতিহকে ধরে রাখতে ও মাদক মুক্ত সমাজ বির্নিমান করতে হলে যুব সমাজকে খেলাধুলার প্রতি মনযোগী হতে হবে। পাশা পাশি শেখ হাসিনার স্বপ্নের আতœনির্ভরশীল বাংলাদেশ গড়ার জন্য যুব সমাজকে এগিয়ে আসার আহব্বান জানান। তাছাড়াও খেলাধুলার মাধ্যমে উখিয়া-টেকনাফের মানুষের সম্প্রীতিও বজায় রাখার আহব্বান করেন তিনি।

খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উখিয়া-টেকনাফ সংসদ সদস্য আলহাজ¦ আব্দুর রহমান বদি এমপি। উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জমান চৌধুরী, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ, টেকনাফ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আলম বাহাদুর, জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন জুয়েল, পালংখালী ইউনিয়ন আওয়ামীলগের সভাপতি এম এ মঞ্জুর, উখিয়া উপজেলা আওয়ামীলগের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ জাকের হোসেন, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ ও ক্রীড়া ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।

মাস ব্যাপী আয়োজিত উখিয়া-টেকনাফ সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় উখিয়া উপজেলার শক্তিশালী কেটবাজার সোনারপাড়া বাচাই একাদশকে ১-০ গোলে হারিয়ে টেকনাফ উপজেলার আর এক পরাশক্তিদল টেকনাফ ক্রীড়াঙ্গন খেলার শুভ সূচনা করেন। খেলার প্রথম আর্ধের ১৭ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন টেকনাফ ক্রীড়াঙ্গনের আক্রমণ ভাগের ৭ নং জার্সি পরিহিত খেলোয়াড় মো. আয়াছ। খেলার প্রথম অর্ধের শেষে একমাত্র গোলটি হজম করার জন্য কোটবাজার সোনারপাড়া বাচাই একাদশ মরিয়া হয়ে বার বর আক্রমণ করে। টেকনাফের পালটা আক্রমণে গোল পরিশোধ করতে ব্যার্থ হয় কোটবাজার সোনারপাড়া বাচাই একাদশের। আজ ২৭ ডিসেম্বর খেলার ২য় দিনে স্বাগতিক শক্তিশালী পালংখালী ফুটবল একাদশ বনাম উখিয়া ফুটবল একাডেমী মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে।