বিদেশ ডেস্ক:
কূটনীতিক বহিষ্কারের জবাবে এবার ব্রাজিলে নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত জেরার্ডোকে বহিষ্কার করেছে ব্রাজিল সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, কারাকাসে ব্রাজিলের রাষ্ট্রদূত রাই পেরেইরাকে বহিষ্কার করেছিলো ভেনেজুয়েলা সরকার। জবাবে তারাও রাষ্ট্রদূত বহিষ্কার করলো।

এর আগে কানাডাও তাদের রাষ্ট্রদূত বহিষ্কারের জবাবে এমন পদক্ষেপ নেয়। ভেনেজুয়েলার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে তারা।

শনিবার কানাডা এবং ব্রাজিলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ভেনেজুয়েলা সরকার। দেশটির সাংবিধানিক পরিষদের প্রধান ডেকলি রদ্রিগেজ ওই দু’দেশের রাষ্ট্রদূতকে কারাকাস ছেড়ে যাওয়ার নির্দেশ দেন। ভেনেজুয়েলার দাবি, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে কানাডা।

ব্রাজিলে বামপন্থি রাজনীতিক দিলমা রৌসেফকে অপসারণ করে মধ্য-ডানপন্থি মিশেল তেমর প্রেসিডেন্ট হওয়ার পর কারাকাসের সঙ্গে ব্রাসিলিয়ার সম্পর্কের অবনতি হয়। বামপন্থি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ব্রাজিলের রাজনীতিতে ওই পরিবর্তনকে অভিহিত করেন ‘ডানপন্থিদের অভ্যুত্থান’ হিসেবে। নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সম্প্রতি বিরোধীদের হয়রানির অভিযোগ তোলে ব্রাজিল। আর কয়েকমাস আগে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগে ভেনেজুয়েলার কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করে কানাডা।