বান্দরবান  প্রতিনিধি:

বান্দরবানের কুয়ালং ইউনিয়নে তিনটি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আনুষ্ঠানিকভাবে সদর উপজেলার কুয়ালং ইউনিয়নের মিনঝিড়ি পাড়ায় এলাকায় এ উন্নয়ন কাজগুলোর উদ্বোধন করেন। কাজগুলো হচ্ছে- পাবত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৬কোটি ১১ লক্ষ টাকা বিত্রিুছড়া থেকে রাস্তা মিনঝিড়ি পাড়া পযন্ত ,মিনঝিড়ি পাড়া নদীর উপর ব্রিজ ও মিনঝিড়ি পাড়া বৌদ্ধ বিহার উদ্ধোধন করেন । পরে মিনঝিড়ি পাড়া বৌদ্ধ বিহার মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় অন্যান্যদের অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মো: মাকসুদ চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,অতিরিক্ত পুলিশ সুপার কামরুল জামান,পাবত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের নিবাহী প্রকৌশলী আবদুল আজিজ, জেলা পরিষদের সদস্য ক্যা সা প্রু,সদস্য তিং তিং ম্যা, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মং ক্য চিং চৌধুরী,কুয়ালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানু প্রু মারমা, জেলা আওয়ামী লীগ নেতা উজ্জল কান্তি দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের মহা পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। পাহাড় সমতল সবখানেই চলছে সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ড। আওয়ামীলীগ সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখছে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, পাহাড়ের মানুষের উন্নয়নে অত্যন্ত আন্তরিক সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্যবাসীকে অনেক বেশি ভালোবাসেন। একারণে বৌদ্ধ বিহার শিক্ষা, স্বাস্থ্য ব্রীজ,কালভাট এবং সড়ক’সহ সর্বক্ষেত্রে পাহাড়ে উন্নয়নের জোয়ার বইছে