ইমাম খাইর, সিবিএন
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ সশস্ত্র ছিনতাইকারীসহ ১৩ জনকে গ্রেফতার করেছে। বুধবার (২৭ ডিসেম্বর) ভোর রাত্রে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ শহরের কলাতলী বাইপাস সড়কস্থ কাটাঁ পাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় ৬টি ছোরা, ৫টি মুখোশ ও ৪টি লোহার রড উদ্ধার হয়।
আটকরা হলেন- টেকপাড়া মৃত সিরাজুল ইসলাম এর ছেলে আঙ্গুর (৩৩), নতুন বাহারছড়া এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ হানিফ (৩৮), ঝিলংজা মুহুরী পাড়া এলাকার মৃত আমান উল্লাহ এর ছেলে তারেক হাসান (২৮), পশ্চিম বাহারছড়া এলাকার মোঃ আলী এর ছেলে মোঃ হামিদ (৩০), মহেশখালী চরপাড়া এলাকার মৃত ইসহাক এর ছেলে মোঃ মোস্তাক (৪০), মধ্যম টেকপাড়ার মোঃ হানিফ এর ছেলে শামীম হায়দার রুবেল (২২), মোহাজের পাড়ার মোঃ ইউসুফ এর ছেলে মোঃ সাইফুল ইসলাম @বাবু, @কাউয়া বাবু (১৯), পৌরসভার কালুর দোকান এলাকার শুবধন বড়ুয়ার ছেলে রিপন বড়ুয়া (২৬), পূর্ব পাহাড়তলী এলাকার মোঃ ইউনুছ এর ছেলে রিয়াদুল ইসলাম (১৮) এবং আক্তারুজ্জামান এর ছেলে মোঃ ইমরান (১৮)।
এছাড়া পৃথক অভিযানে বাহারছড়ার খায়রুল আমিনের ছেলে মোঃ ফয়সাল (৩০), ঝিলংজা পূর্ব খরুলিয়ার মৃত বশির আহমেদ এর ছেলে নাজির উদ্দিন (৩৫), দক্ষিন বাহারছড়ার মোঃ আলী এর ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৯) কে আটক করা হয়েছে।

পর্যটক খুনের আসামী বাবু প্রকাশ কাউয়া বাবু।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, আটকদের মধ্যে বেশ কয়েকজনের নামে ডাকাতি, ছিনতাই, দস্যুতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। কক্সবাজার শহর ও শহরতলীর পর্যটকসহ সকল নাগরিকের নিরাপত্তা বিধানে পুলিশের বিভিন্ন টিমের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
উল্লেখ্য যে, ২৬ ডিসেম্বর ১১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।