আবুল আলী, টেকনাফ:

টেকনাফে দুটি আগ্নেয়াস্ত্র, দুটি লম্বা কিরিচ ও ২ হাজার ৯৫০ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে মডেল থানার পুলিশ। শনিবার বিকালে দিকে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী গাজীপাড়া এলাকা থেকে (ওসি তদন্ত) শফিউল আজম, এসআই নির্মলেন্দু চাকমা, তাপস কান্তি দাশ, মিসবাহ হক ও ডালিম বড়–য়ারে নেতৃত্বে এসব অস্ত্র কিরিছ ও ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- হ্নীলা ইউনিয়নের উলুচামরীর মৌলভী রশিদ আহমদের ছেলে মো: তারেক (২২) ও গাজীপাড়ার নুরুল আলমের ছেলে নুর হাফেজ (১৮)।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দিন খান বলেন, হ্নীলার রঙ্গিখালীতে গোপন সংবাদের ভিত্তিতে মৃত আবুল কালামের বাড়িতে অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, দুটি কিরিচ ও ২ হাজার ৯৫০পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। এসময় বাড়ির মালিক মৃত আবুল কালামের স্ত্রী রাজিয়া বেগম পালিয়ে যায়। এ ঘটনায় বাড়ির মালিক রাজিয়া বেগম ও তার ছেলে হারুন রশিদকে পলাতক আসামী করা হয়েছে। তিনি আরো জানান, পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে এবং আটককৃতদের কাল আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হবে।