সিবিএন:
সাহসিকতা ও বীরত্বপুর্ণ কাজের স্বীকৃতি হিসেবে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বাংলাদেশ পুলিশ পদক (পিপিএম) ২০১৭ পাচ্ছেন।
কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা প্রদান, ছিনতাই দমন ও কক্সবাজারে পর্যটকদের নিরাপদ ভ্রমন নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি হিসেবে সিনিয়র এএসপি রায়হান কাজেমীকে এই পিপিএম পদক দেয়া হচ্ছে।
এএসপি রায়হান কাজেমী ৩১ আগষ্ট ২০১৫ সালে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। দীর্ঘ তিন বছরে তিনি হাজারো পর্যটকের বিভিন্ন ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করেছেন পাশাপাশি সমূদ্র সৈকত এলাকা থেকে ছিনতাইকারী মুক্ত করেছেন।
তিনি কাশেম কামাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, চট্টগ্রাম নৌবাহিনী কলেজ থেকে এইসএসসি, চট্টগ্রাম কলেজ থেকে পদার্থ বিজ্ঞান নিয়ে স্মাতক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ সায়েন্স বিভাগ থেকে মাষ্টাস করেন।
এ পদকে পাওয়ায় তিনি ট্যুরিস্ট পুলিশের উদ্ধতন কর্মকর্তা, সহকর্মী, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পিপিএম পদক পাচ্ছেন ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমী
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।