প্রেস বিজ্ঞপ্তি :  ঐতিহ্যবাহী শিশুশিক্ষা প্রতিষ্ঠান শহীদ তিতুমীর ইনস্টিটিউটে ২০১৮ সালের নতুন বই বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠান ইন্স্টিটিউটের প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মদ শফিকুল হকের সভাপতিত্বে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ইন্স্টিটিউটের প্রধান শাখার সহকারী পরিচালক নেছারুল হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ উদ্ভোধন করেন কক্সবাজার পৌরসভার নির্বাচিত মেয়র সরওয়ার কামাল। তিনি তার বক্তব্যে বলেন, শহীদ তিতুমীর ইনস্টিটিউট কক্সবাজার জেলার একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান পি.এস.সি ফলাফল জানিয়ে দিচ্ছে এ প্রতিষ্ঠানের স্থান জেলার শীর্ষে। এছাড়া তিনি নতুন বই পেয়ে নব উদ্যোমে ছাত্রছাত্রীদের পড়ালেখায় এগিয়ে যাওয়ার উৎসাহ দেন। তিনি ছাত্রছাত্রীদের নতুন বইয়ের যতœ নেওয়ার জন্য আহ্বান জানান।

উল্লেখ্য সদ্য ঘোষিত পি.এস.সি পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ ৫৯ জন এ প্লাস এবং ৪৯ জন এ-গ্রেড পেয়ে জেলার শীর্ষে রযেছে এ প্রতিষ্ঠানের স্থান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইনস্টিটিউটের শিক্ষক ও হযরত ফাতেমাতুজ জুহুরা (রা.) আদর্শ নূরানী ও হিফজ্ মাদ্রাসার সচিব হেলাল উদ্দিন।