হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :

টেকনাফে হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছেন বলে বলে অভিযোগ পাওয়া গেছে। টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়া গ্রামে এঘটনা ঘটেছে। আহত যুবককে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং এব্যাপারে ৩ জনকে অভিযুক্ত করে টেকনাফ মডেল থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযুক্তরা হচ্ছেন নোয়াখালীয়াপাড়া গ্রামের মৃত ছৈয়দ আহমদের পুত্র আবদুর রহমান (২৫), মোঃ হোছন (২৮), মোঃ ইউনুছের পুত্র মোঃ সুলাইমান (২৩)। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামী করা হয়েছে।

হামলার শিকার ও মামলার বাদী নোয়াখালীয়াপাড়া গ্রামের ফরিদ উল্লাহর পুত্র মোঃ আজিম উদ্দিন (২৪) বলেন ‘আমরা কয়েকজন যুবক এলাকার উন্নয়নের জন্য একটি যুব সংগঠন করার পরিকল্পনা করি। কিন্ত অভিযুক্তরা খারাপ প্রকৃতির লোক হওয়ায় সদস্যভুক্ত করা হয়নি। এতে ক্ষীপ্ত হয়ে অভিযুক্তরা বিভিন্ন হুমকি দিয়ে আসছিল। ৩১ ডিসেম্বর সন্ধ্যায় বাজারে সংঘবদ্ধভাবে হত্যার উদ্দেশ্যে আমার উপর হামলা চালায়। এসময় হামলাকারীরা আমার ব্যবহৃত ১২ হাজার টাকা দামের মোবাইল ফোন কেড়ে নিয়ে যায়। শোর-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এব্যাপারে স্থানীয় সালিশ-বিচারও অভিযুক্তরা গ্রাহ্য করেনি। এমনকি ইতিপুর্বেও তারা আমার উপর হামলা করেছে। এখনও হামলাকারীরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে’। ##