প্রেস বিজ্ঞপ্তি :

আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, বছরের প্রথম দিনকেই বই উৎসবে রুপদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতদিনে কোন সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দেননি বলেই এমন শিক্ষামুখী কার্যক্রম গ্রহন করেনি। জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই তাই শিক্ষার্থীদের আরো আগ্রহী করতে তিনি এমন শিক্ষামুখী কার্যক্রম গ্রহন করেেছন। তিনি গতকাল বেলা ১১টায় মহেশখালীতে বই উৎসবের উদ্বোধনকালে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন। গোরকখাটা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বই উৎসব উদ্বোধন কালে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক। এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম, পৌরসভার মেয়র মকছুদ মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মাসুদ কুতুবী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মাহমুদুল হক, উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল আলম, উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিম, যুগ্ম আহবায়ক এডঃ শেখ কামাল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশহাদ উল্লাহ সায়েম, বড়মহেশখালী যুবলীগের সভাপতি জিল্লুর রহমান মিন্টু, জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক সরওয়ার কাইছার ছিদ্দিকী সোহেল ও মোঃ শাহনেওয়াজ।

এর আগে তিনি মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, লীড়ার শীপ স্কুল এন্ড কলেজ, মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বড়মহেশখালী বালিকা উচ্চ বিদল্যায়, আইল্যান্ড হাই স্কুল, জাগিরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যের বই বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডাঃ নুরুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদুল্লাহ, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাবেক মেয়র সরওয়ার আজম, জেলা জাতীয় পার্টি যুগ্ম সম্পাদক এখলাছ মিয়া, । এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।