মোহাম্মদ মিজানুর রহমান আজাদ, ঈদগাঁও:

কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম খোদাইবাড়ীস্থ সেচ প্রকল্পের জন্য মিটার বরাদ্দ নেয় বর্ণিত এলাকার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম। বিগত ঘুর্ণিঝড় ‘মোরা’র আঘাতে সেচ প্রকল্পের জন্য স্থাপিত এলএলপি খুঁটিটি ভেঙ্গে যায়। ঐ সময় ঈদগাঁও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সরেজমিনে গিয়ে অক্ষত অবস্থায় মিটারটি নিয়ে যায়। কিন্তু ঐ স্থানে নতুন খুঁটি দেয়ার পরপরই সাবেক চেয়ারম্যান পুনঃ সংযোগের জন্য বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে গেলে তারা ঐ মিটার বাবদ ১৮ হাজার টাকা ক্ষতি হিসাবে দাবী দাবী করে। ক্ষতিপূরণ না দিলে মিটার দেবে না বলে সাফ জানিয়ে দিলে তিনি মর্মাহত হয়ে পড়েন।

তার দাবী, ঘুর্ণিঝড় ‘মোরা’র আঘাতে খুঁটিটি ভেঙ্গে গেলেও মিটারটি ভাল অবস্থায় তার সামনে বিদ্যুৎ কর্মচারীরা খুলে নিয়ে যায়। সম্পূর্ণ চালু অবস্থায় মিটারটি নিয়ে গেলে এখন তার জন্য কেন ১৮ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে? বিষয়টি ঈদগাঁও সাব এরিয়ার ম্যানেজারের সাথে যোগাযোগ করেও কোন সূরাহা না হওয়ায় তিনি বিদ্যুৎ কর্তৃপক্ষের জেনারেল ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ ও ন্যায় বিচার প্রার্থনা করছেন।