এডভোকেট একেএম এরশাদ উল্লাহ/মো. আব্দুল কাইয়ুম নয়ন :

আঁধার ভেঙ্গে সূর্য হাঁসে, বিশ্ব ভূবন আলোয় ভাসে। পাখ-পাখালি ধরল গান, নদীর বুকে ওই কলতান। তরতরিয়ে চলল তরী, মহাসাগর দেবো পাড়ি। তরু শাঁখায় লাগলো দোল, চল বন্ধু চল জলকে চল। খুশিতে মন তা ধিন ধিন, অনাড়ম্বর দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে রোমান্টিক চিন্তুক, সাংবাদিক সমুদ্র সন্তান আকতার কুতুবী’র পালিত হলো জন্মদিন।
কক্সবাজারের সাংবাদিক, রাজনৈতিক, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী, প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনজীবী, ডাক্তার, সর্বোপরি সর্বস্তরের প্রিয়জনদের ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন জাতীয় দৈনিক আমার কাগজ, দি গুডমর্নিং পত্রিকার সহ-সম্পাদক, জাতীয় ম্যাগাজিন জনতার কণ্ঠের প্রধান সম্পাদক এবং জাতির আলো’র উপদেষ্টা সম্পাদক সমুদ্র সন্তান মো: আকতার হোছাইন কুতুবী।
১ জানুয়ারি শুভ জন্মদিন উপলক্ষে মেসার্স দ্বীপ কনস্ট্রাকশন ও মরহুম আব্দুল কুদ্দুস কুতুবী স্মৃতি পরিষদের যৌথ উদ্যোগে এতিম-অসহায় গরিবদের মাঝে খাদ্য বিতরণ, মরহুম আব্দুল কুদ্দুস কুতুবীর আত্মার মাগফেরাত কামনার্থে দোয়া মাহফিল, অতিথিদের ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশনসহ অনেক কর্মসূচি উদযাপিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার অন্যতম সহ-সভাপতি, কুতুবদিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বর্তমানের বড়ঘোপ (সদর), ইউনিয়নের চেয়ারম্যান জননেতা এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি বর্ষীয়ান সাংবাদিক আলহাজ্ব আতাহার ইকবাল, দৈনিক রূপালি সৈকতের সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট কলামিস্ট, কক্সবাজার উন্নয়নের বিভিন্ন আন্দোলনের সেনাপতি ফজলুল কাদের চৌধুরী, সিবিএন সম্পাদক ও প্রকাশক, বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের আহবায়ক অধ্যাপক আকতার চৌধুরী, দৈনিক আমাদের কক্সবাজারের সম্পাদক আরটিভি প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, বাংলাভিশন প্রতিনিধি এম.আর খোকন, দৈনিক গণসংযোগ সম্পাদক, আমাদের অর্থনীতি ও আমাদের সময় ডট.কম প্রতিনিধি এম. আমান উল্লাহ, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার সভাপতি, বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইউনুস ফরাজি, বাংলা টিভি প্রতিনিধি সাংবাদিক নেতা কবি আমীনুল হক আমীন, সোস্যাল ইসলামী ব্যাংকের কক্সবাজার ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহাছুমুল ইসলাম রাসেল, আইনজীবী নেতা এডভোকেট এ.কে.এম. এরশাদ উল্লাহ মিল্টনসহ অনেক সরকারি বেসরকারি ব্যক্তিবর্গ ফুলেফুলে দ্বীপ কনস্ট্রাকশনের এমডি ও স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা আকতার কুতুবীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। ভালবাসার টানে ঢাকা থেকে আগত বিশেষ মেহমান সংবাদসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির আহম্মেদ ও কুতুবীর ছোট ভাই সংবাদকর্মী হাফেজ মো: আব্দুল কাইয়ুম নয়ন পুরো কর্মসূচিগুলো নিপুনভাবে পরিচালনা করেন। জাঁকজমকপূর্ণভাবে জন্মদিনের অনুষ্ঠানটি সবার মাঝে আনন্দে রূপ নেয়। হাফেজ মাওলানা আব্দুল হাই’র মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে দোয়া মাহফিল শেষ হওয়ার পর সকলে মিলে মিষ্টিমুখ করেন। হঠাৎ সবাইকে চমক লাগিয়ে দিয়ে জাতির আলো’র ব্যুরো চীফ মোহাম্মদ আলমগীর লাল টুকটুকে পাঁচটি গোলাপ মধ্যখানে একটি সাদা গোলাপের চোখ ধাঁধাঁনো তোঁড়া ও কক্সবাজারের সেরা মিষ্টির দোকান বৈশাখীর মিষ্টি হাতে নিয়ে আকতার কুতুবীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। মি. আলমগীর অনুষ্ঠানাস্থলে আসার পর সবার মাঝে অন্যরকম একটি আনন্দের ছোঁয়া লাগিয়ে দেন। একে একে ফুলের পাপড়ি, আবার কেউ তোড়া হাতে নিয়ে শুভেচ্ছা জানাতে আসাদের মধ্যে উল্লেখযোগ্য এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সহধর্মীনি তসলিমা চৌধুরী শেলী, তার একমাত্র কন্যা ইঞ্জিনিয়ার ফারিহা তাহসিন, পুত্র আবেদীন এরশাদ ফাহিম, বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক জানে আলম সাকি, বিশিষ্ট ব্যবসায়ী আজমুল হুদা, তার সহধর্মীনি ডা. শামীমা সুলতানা হীরা, আমার কাগজ, গুডমর্নিং, জনতার কণ্ঠ, জাতির আলো কক্সবাজার অফিসের প্রধান কম্পিউটার অপারেটর এন্ড ডিজাইনার চিংসাউ মারমা বাবু, অফিস সহায়ক তৌহিদুল ইসলাম। আকতার কুতুবীর মা জননী, স্কুল শিক্ষিকা বোন রোজিনা আকতার, ছোট বোন আয়েশা আকতারসহ শুভাকাঙ্খি বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনরা এসময় উপস্থিত ছিলেন। কুতুবীকে ফুলেল ভালোবাসায় সিক্ত করার পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ বলেন, আমাদের প্রিয় আকতার কুতুবী বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় সাংবাদিক, লেখক, তরুণ কথাসাহিত্যিক, রোমান্টিক চিন্তুক বেশ স্বাধীনচেতা একজন তরুণ। এক সময়ের চৌকস রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্লেষকধর্মী ফিচার লিখে ও জনসভা, সেমিনার, টকশোতে যুক্তি ও তথ্য নির্ভর আলোচনা করে সুবক্তা হিসেবে মানুষের হৃদয়ে জায়গাও করে নিয়েছেন অনেকখানি। সিবিএন সম্পাদক এক সময়ের হাজার হাজার ছাত্র সমাজের হৃদয়স্পন্দন, আকতার কুতুবীর ছাত্র রাজনীতির গুরু অধ্যাপক আকতার চৌধুরী বলেন, কুতুবী ঢাকায় জাতীয় বাংলা/ইংরেজি পত্রিকার সহ-সম্পাদক ও জাতীয় ম্যাগাজিনের প্রধান সম্পাদক এবং উপদেষ্টা সম্পাদকের স্বীয় দায়িত্ব পালন করছে সেটাই আমার সবচেয়ে ভালোলাগা ও পাওয়ার। সেই ছাত্র থেকে কুতুবী আমার ¯েœহের। ঢাকা থেকে আগত সংবাদ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির আহম্মেদ বলেন, আকতার কুতুবীকে বিখ্যাত দার্শনিক, গবেষক, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ স্যার কুতুবীকে আদর করে ‘সমুদ্র সন্তান’ বলে ডাকেন। সততা ও ন্যায়ের প্রতি এবং দায়িত্বের প্রতি খুবই অবিচল একজন মেধাবী যুবক।

জননেতা এড. ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, ছাত্রজীবন থেকে আকতার কুতুবী লেখালেখি, খেলাধুলা, গান, কবিতা আবৃত্তি, বক্তৃতা এসব নিয়ে মেতে থাকতেন। খুব বেশি আনন্দ পান যখন বিনা স্বার্থে কারো উপকারে আসতে পারে।
প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবাল বলেন, আজকের কুতুবীকে কলেজ জীবন থেকে অনেককিছু করার পাশাপাশি সাংবাদিকতার প্রতি দরদটা খুব বেশি দেখেছি। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনকে প্রাধান্য দিয়ে আজ পর্যন্ত টিকে আছেন। তাও ঢাকার দু’টি জাতীয় দৈনিকের সহ-সম্পাদক ও দুটি’ ম্যাগাজিনের প্রধান ও উপদেষ্টা সম্পাদকের স্বীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন।
বিশিষ্ট কলামিস্ট ও সম্পাদক, ফজলুল কাদের চৌধুরী বলেন, আমি দেখেছি খুব কাছ থেকে। আমার সাথে দীর্ঘদিন তিনটি গুরুত্বপূর্ণ সংগঠনের সাথে জড়িত ছিল এবং গুরুত্বপূর্ণ পদে আসীন ছিল। কুতুবী তখন থেকে ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের কাছে কুতুবী খুবই প্রিয়। তখনকার সময়ে বিভিন্ন স্কুল-কলেজে দাবি আদায়ের জন্য নেতৃত্ব দিয়ে সবার মন জয় করেছেন। তখন থেকেই সুবক্তা হিসেবে ব্যাপক পরিচিতি ছিল তার। এশিয়া মহাদেশে বৃহত্তম একটি রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের জেলার সাধারণ সম্পাদক ছিলেন দীর্ঘদিন। তৃণমূলের কর্মীরা তাকে এতো বেশি ভালবাসতেন যেটা লিখে প্রকাশ করা যাবে না। তার নির্বাচনী এলাকার জনগণ মনেপ্রাণে ভালোবাসেন রাজনৈতিক সততার উজ্জ্বল দৃষ্টান্ত। (বর্তমানে পুঁজিবাদ নিয়ন্ত্রিত নোংরা রাজনীতির বিরোধী একজন) আদর্শের সৈনিক হিসেবে। ঘোর অমানীষার অন্ধকার কাটিয়ে একদিন আলো হয়ে জ্বলে উঠবে নির্যাতিত- নিপীড়িত অসহায় মানুষের কল্যাণার্থে। এ প্রত্যাশায় আজকের উপস্থিত আমরা সবাই দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি অনেক দিন ধরে বেঁচে থাক আমাদের মাঝে। আজকে তার জন্মদিনে আমাদের সেটাই সৃষ্টিকর্তার কাছে কামনা।