মমতাজ উদ্দিন আহমদ ,আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :

বান্দরবানের আলীকদমে সন্ত্রাস মাদক ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার উপজেলার নয়াপাড়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্য মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিক উল্লাহ। ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক হাসান মাহমুদ, নয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাদশা, ইউপি সদস্য মোঃ ইছাহাক, আক্তার আহামদ, ইয়াছমিন আক্তার ও অংক্রা মার্মা প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাস বরোধী কার্যক্রমে সফলতা অর্জন করেছে। জনগণ সচেতন থাকলে জঙ্গিবাদ এ দেশে ঠাই পাবে না। বাল্যবিবাহ প্রতিরোধ করা না গেলে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমানো যাবেনা। বর্তমানে দেশে মাতৃমৃত্যুর ও শিশুমৃত্যুর হার অনেক কমে গেছে।