প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজারস্থ চৌফলদন্ডী সমিতির সভাপতি মোঃ বেলাল উদ্দিন বেলাল,সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের নেতৃত্বে চৌফলদন্ডীবাসী সহ পোকখালী এলাকার শতাধিক সচেতন ব্যক্তি বিভিন্ন দাবী সম্বলিত জেলা প্রশাসক মোঃ আলী হোসেন মাধ্যমে প্রধানমন্ত্রীসহ স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকারমন্ত্রী, পানি সম্পদমন্ত্রী,শিক্ষমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেন। গত ৪ জানুয়ারী সকাল ১১ টায় এ স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু,চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট নুরুচ্ছবি,সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক এস এম ছৈয়দুল করিম, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জাহাগীর আলম চৌধুরী, ইসলামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নুরছফা, জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম,মৌলনা জামাল হোসেন, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার ইমরুল রাশেদ,পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম,শাহাজাহান মনির (১), শাহজাহান মনির (২) প্রমূখ। দাবী গুলোর মধ্যে রয়েছে প্রস্তাবিত ঈদগাঁও উপজেলায় ৬নং চৌফলদন্ডী ইউনিয়নকে অন্তর্ভুক্ত না করে কক্সবাজার সদরে রাখা, চৌফলদন্ডী-পোকখালীর আওতায় ৬৬/০৩ নং পোল্ডারের বিধ্বস্থ বেড়ী বাঁধ অতিসত্ত্বর পুনঃনির্মান, পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধের উপর নির্মিত অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ, চৌফলদন্ডী এলাকায় লবন শিল্পকে বেগবান করার লক্ষ্যে একটি বঙ্গবন্ধু লবন গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা, চৌফলদন্ডীতে একটি উচ্চ বিদ্যালয়কে সরকারীকরণ করা, একটি কলেজ প্রতিষ্ঠা করা, মক্তিযুদ্ধের সময় শহীদ ৬ মুক্তিযুদ্ধার জন্য চৌফলদন্ডীর প্রবেশদ্বারে একটি স্মৃতিস্তম্ভ ও নামফলক নির্মান, ইউনিয়নের মাদক ব্যবসায়ীদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা সহ কক্সবাজারকে সিটি কর্পোরেশন ঘোষনা করা। এসময় জেলা প্রশাসক আলী হোসেন উপস্থিত নেতৃবৃন্দের সম্মুখেই চৌফলদন্ডী বেড়ী বাঁধ নিয়ে পানি উন্নয়ন বোর্ড (প্উর) এর নির্বাহী প্রকৌশলী কক্সবাজারকে সরাসরি ফোন দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেন এবং অন্যান্য বিষয়গুলো (সমস্যা সমূহ) যাহা কক্সবাজারেই সমাধান করা যায় তাহা অতিসত্তর সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলেও অাস্বস্থ করেন।