আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব শহরে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বহু মানুষ। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, ছোট একটি বিদ্রোহী দলের সদর দপ্তরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর বিবিসি।

নিহতদের মধ্যে সাতজন বেসামরিক নাগরিক বলে ধারণা করা হচ্ছে। তবে তালাথেন জেলার ওই বিস্ফোরণের ঘটনা কিভাবে ঘটেছে তা এখনও পরিস্কার নয়। কেউ কেউ বলছেন এটি একটি গাড়ি বোমা হামলা আবার অনেকেই বলছেন ড্রোন থেকে হামলা চালানো হয়েছে।

মানবাধিকার সংস্থাটি বলছে, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর এবং আশে পাশের ভবন থেকে হতাহতদের উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধারকারী দলগুলো। তবে বিস্ফোরণের ঘটনায় আরও অনেকেই নিহত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরোধী বাহিনীগুলোর সর্বশেষ শক্তিশালী ঘাঁটি তুর্কি সীমান্তে অবস্থিত ইদলিব প্রদেশ। ২০১৫ সালে বিদ্রোহীদের কাছে পরাজিত হয়ে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ হারায় সিরীয় বাহিনী।