ডেস্ক নিউজ:

অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেকে) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ১৯৯১ সালে সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগ থেকে রাঙ্গুনিয়া-৭ আসনে নির্বাচিত হয়েছিলেন। একাত্তরে লড়েছেন রণাঙ্গনে।

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এ এমপির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জাগো নিউজকে জানিয়েছেন তার ছোট ভাইয়ের স্ত্রী নূর আয়শা বেগম। তিনি বলেন, তার যে অবস্থা তাতে যেকোনো সময় তিনি মারা যেতে পারেন। গত পাঁচ দিন ধরে কিছু খাচ্ছেন না তিনি। সারাদিন শুয়ে থাকতে থাকতে পায়ের পাশাপাশি পিঠেও পচন ধরেছে।

এর আগে রোববার সকাল সাড়ে ১০টার দিকে অ্যাম্বুলেন্সযোগে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ভাই মোহাম্মদ সেকান্দর ও রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ। এক সময়ের কমিউনিস্ট পার্টি ও পরে আওয়ামী লীগের নেতা, সাবেক এমপি ইউসুফের চিকিৎসার ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।