সিবিএন:
কক্সবাজারে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। এই উপলক্ষ্যে ছাত্রলীগের ‘সোনালী অর্জন’ সাবেক ও বর্তমান নেতাকর্মীদের নিয়ে এক বিরাট মিলনমেলা হয়েছে। মিলনমেলায় অন্তত ২০ হাজারের কাছাকাছি নেতাকর্মী সমবেত হয়েছেন। বিকাল ৪টায় এক জাকালো ও বর্ণাঢ্য শোভামাত্রার মাধ্যমে এই প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা হয়।

জানা গেছে, বেলা ২টা থেকে কক্সবাজার রুমালিয়ারছড়া পিটিস্কুল মাঠে বিভিন্ন উপজেলা ও ইউনিট কমিটি নেতাকার্মীরা জড়ো থাকে। বিকাল ৪টায় অন্তত ২০ হাজারের কাছাকাছি নেতাকর্মীর সমবেত বিশাল বিশাল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ দৌলত ময়দানে মিলনমেলায় সমবেত হন। সেখানে এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম, জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রহিম উদ্দীন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এড. ফখরুল ইসলাম গুন্দু, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম.এম মঞ্জুর, আবু তাহের আযাদ, সাবেক সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ, সাবেক ছাত্রলীগ নেতা হেলাল উদ্দীন কবির, ফরহাদ ইকবাল, রাসেল চৌধুরীসহ আরো অনেকে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়া আহম জয়। পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তামিম।