নুসরাত পাইরিন, কক্সবাজার:

দোহাজারী থেকে রামু – কক্সবাজার পর্যন্ত রেল লাইন স্থাপন প্রকল্পের অধিগ্রহনকৃত জমির দখল হস্তান্তর ও ভূমি মালিকদের মাঝে চেক বিতরণ অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষে ৮ জানুয়ারী সোমবার সকাল ১১ টায় ঝিলংজাস্থ প্রস্তাবিত রেললাইন ষ্টেশন প্রাঙ্গনে বাংলাদেশ রেলওয়ে ও ঝিলংজা ইউনিয়ন পরিষদের সহযোগীতায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: আলী হোসেন।

এ সময় তিনি বলেন,কক্সবাজারবাসী তথা পর্যটকদের দীর্ঘদিনের স্বপ্ন সড়ক যোগাযোগের পাশাপাশি রেল যোগাযোগকে আন্তর্জাতিক মানে উন্নীত হওয়া। তাই এ প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে সরকার। চলতি বছরের জুন মাসের মধ্যেই পুরোদমে এ প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। আর এ প্রকল্পের কাজ শেষ হলে শুধু দেশ নয়, বিদেশ থেকেও হাজার হাজার পর্যটক কক্সবাজারে আগমন ঘটবে। এ প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় স্থাপনা ঝিনুক আকৃতির কক্সবাজার রেল স্টেশন।

অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কাজী মো: আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্প পরিচালক মফিজুর রহমান, রেলওয়ের উপ-পরিচালক মো: আবুল কালামসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

সভা শেষে রেল লাইন প্রকল্প পরিচালক মফিজুর রহমান ও রেলওয়ের উপ-পরিচালক মো: আবুল কালামের কাছে অধিগ্রহনকৃত জমির দলিল ও দখল হস্তান্তর করেন জেলা প্রশাসক মহোদয়।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নোমান হোসেন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো: শাখাওয়াত হোসেন রুবেল, জনপ্রতিনিধি,কানুনগোসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে প্রথম পর্যায়ে সদর উপজেলার অধিগ্রহণকৃত জমি মালিকদের ক্ষতিপুরনের চেক হস্তান্তর করা হয়। এরপরে প্রস্তাবিত রেলষ্টেশনের স্থান পরিদর্শন করেন জেলা প্রশাসকসহ অন্যান্যরা।