রেজাউল করিম:

নিজের প্রতিভা বিকাশে অনড় । শৈল্পিক কাজ আর বাস্তব অভিজ্ঞতা দিয়ে আগামীর পথে নিজেকে পরিচালিত করতে বদ্ধ পরিকার তিনি। বলছি লিসার কথা। পুরো নাম সোনিয়া খান লিসা। অসাধারাণ এক প্রতিভাবান নারী।

দুই বাংলার সুপারস্টার শাকিব খান। তার সঙ্গে পর্দা ভাগাভাগি করতে মুখিয়ে থাকেন যেকোনও নায়িকা। ব্যতিক্রম নন তরুণ মডেল-অভিনেত্রী সনিয়া খান লিসা। যেকোনও কিছুর বিনিময়ে তিনি শাকিব খানের নায়িকা হতে চান।

লিসা সিবিএন কে বলেন, আমি আমার সিদ্ধান্তে অটল। যেকোনও কিছুর বিনিময়ে শাকিব খানের সঙ্গে অভিনয় করতে চাই। এর জন্য যেকোনও সাহসী দৃশ্যে অভিনয় করতে হলে, তাই করবো। তাতে কে কী বললো, সেটা নিয়ে ভাবার সময় নেই।আমি আমার গতিতে ছুটতে চাই।

লিসা শোবিজে যাত্রা শুরু করেছেন বছর খানেক আগে। এরই মধ্যে তিনি একটি সিনেমার কাজ শেষ করেছেন। তুহিন তোফাজ্জল পরচালিত ‘কবি’ নামের সেই ছবির প্রধান নায়িকা তিনি। শিগগিরই ছবিটি মুক্তি পাবে বলে জানান তিনি। এছাড়া ছোট পর্দায় বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন লিসা।ছোটবেলা থেকেই নাচ, গান ও অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন লিসা। তবে রূপালি পর্দাই তাকে বেশি টানে। তাইতো সব ধরণের প্রচেষ্টা দিয়ে সিনেমায় প্রতিষ্ঠিত হতে চান।অভিনয়ের পাশাপাশি লিসা গান করেন। গানের তালে স্টেজ মাতাতে পটু তিনি। গত বছর তিনি দেশজুড়ে প্রায় অর্ধশতাধিক স্টেজ শো করেছেন। এছাড়া তিনি মিউজিক ভিডিওর মডেলিংও করছেন।লিসার জন্ম ও বেড়ে ওঠা কেরানীগঞ্জ রাজিন্দপুরে। পড়াশুনা করছেন উত্তরা ইউনিভার্সিটিতে।