সিবিএন:

সাগরে নিখোঁজ মহেশখালীর স্পিডবোট চালক আনিছের লাশ ৫ দিন পর পাওয়া গেছে।

শুক্রবার (১২জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে দূর্ঘটনা কবলিত স্থান থেকে স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে।

৫ দিন আগে কক্সবাজার থেকে মহেশখালী যাওয়ার পথে ১১জন যাত্রীসহ দূঘর্টনার কবলে পড়ে স্পিডববোট।

যাত্রীরা সবাই জীবিত উদ্ধার হলেও চালক আনিছ নিখোঁজ ছিল। অনেক অনুসন্ধান করেও তাকে পাওয়া যায়নি।

সে মহেশখালী গোরকঘাটার মাস্টার জামিলের পুত্র।

সাংসারিক জীবনে আনিছের স্ত্রী ও ৭ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

স্থানীয় সংবাদকর্মী বশির উল্লাহ সিবিএনকে সংবাদটি জানিয়েছে।