এম. বশির উল্লাহ, মহেশখালী: 

মহেশখালী উপজেলার কালারমারছড়ার ঝাপুয়ায় চাঁদা দাবীতে  সন্ত্রাসীদের গুলিতে শিশুসহ ৬ জন আহত হয়েছে। এতে ৪ জনের অবস্থা আশংকা জনক বলে চট্টগ্রাম মেডিকেলে প্রেরন করা হয়েছে। স্থানীয় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা জানান,  আজ  শনিবার ভোর সাড়ে ৫টায় চাঁদার দাবীতে  সন্ত্রাসীরা আমার চাচা শাশুর এহতেশামুল হকের পরিবারের উপর হামলা করে। এঘটনায়  ৬ জন গুলিবিদ্ধ হয়।
আহতরা হলেন, এহতেসামুল হক ( ৪৫), সবুজ (২৭),মফিজ( ৩৪), রহিমা আক্তার (২০), দিলোয়ারা বেগম ও শিশু তোফা মনি( ৫)।

স্থানীয় সাহাব উদ্দিন জানান, দক্ষিন সরদারঘোনা এলাকার দুধর্ষ সন্ত্রাসী বহু মামলার পলাতক আসামী মোজাম্মেল, মাহাবু,শুক্কুর,সিরাজ,শহিদুল্লাহ, জহির সহ ১০/ ১২ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা এই হামলায় অংশ নেয়।
আহত এহতেশামুল হক জানান, মীর কাসেম চৌধুরীর লালিত সন্ত্রাসীরা চাঁদার দাবীতে অস্ত্রসহকারে  আমাদের উপর হামলা করে।
কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান ওসমান বীন তারেক শরিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মীর কাসেস গ্রুপের একাধিক পলাতক সন্ত্রাসীদের হামলায় ঘটনাটি ঘটেছে।
এদিকে গুলিবিদ্ধ, সবুজ, মুফিজ ও এহতেশামুল হকের অবস্থা আশংকা জনক।
মহেশখালী থানার এস আই শাওন পিপি এম বার জানান, বিষয়টি শুনার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।