নুসরাত পাইরিন,কক্সবাজার :

‘সুন্দর সমাজ নির্মানে আমরা অঙ্গীকারবদ্ধ’ শ্লোগানে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চল ৪র্থ আঞ্চলিক রেঞ্জার ক্যাম্প -১৮ইং মহাতাঁবু জলসা অনুষ্ঠানে অংশ নিয়েছে কক্সবাজার সিটি কলেজের গার্ল গাইডস্ দলের সদস্যারা।এর আগের দিন ১৪ সদস্যার একটি দল খাগড়াছড়িতে পৌছেন। উক্ত অনুষ্ঠানে সারাদেশ থেকে ১৮ টি দল অংশ নেয়।প্রথম বারের মত আয়োজিত অনুষ্ঠানে কক্সবাজার থেকে দু’টি প্রতিষ্ঠান অংশ নিতে পেরেছে। তৎমধ্যে চকরিয়া ডিগ্রী কলেজও। খাগড়াছড়ি সরকারী মহিলা কলেজ মাঠে ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারী পর্যন্ত ২দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনি দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা। গার্ল গাইডস্ এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক কমিশনার রাহেনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ শাহ আলম।এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।এদিকে প্রথম বারের মত মহাতাঁবু অনুষ্ঠানে অংশ নিতে পারায় কক্সবাজার সিটি কলেজের গার্ল গাইডস্ দলকে অভিনন্দন জানিয়েছে কলেজ অধ্যক্ষ ক্য থিং অং। এক অভিনন্দন বার্তায় তিনি অত্র কলেজের গার্ল গাইডস্ দলের দীর্ঘায়ু ও সফলতা কামনা করে ভবিষ্যৎ জয়ের ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি অনুরোধ জানান।