জাহেদুল ইসলাম, লোহাগাড়া:

হার না মানা মোহাম্মদ শাহেদুল ইসলাম। বয়স ২৫। লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নে জীয়ন কাঠি নার্সারিতে কাজ করেন দীর্ঘদিন ধরে। লোহাগাড়া আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে ২০১৭ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) অংশগ্রহণ করে ৩.২৫ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন। গত কয়েকদিন আগে একই স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হন। তার বাড়ি চন্দনাইশ উপজেলার পশ্চিম কেগুয়া এলাকায়। সে ওই এলাকার ইউনুছ আহমদের পুত্র। সে ৫ বোন ৩ ভারইয়ের মধ্যে দ্বিতীয়। বাবা কৃিষ কাজ করেন।

জীয়ন কাঠি নার্সারির মালিক মো: আলাউদ্দিন শাহেদরে পড়াশুনার আগ্রহ দেখে বিদ্যালয়ে ভর্তি করে দেন। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর বয়স ও মেধা বিবেচনায় পঞ্চম শ্রেণীতে প্রমোশন দেওয়া হয়। শাহেদ কাজের কারণে নিয়মিত ক্লাস করতে না পারলেও সকালে ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সাথে অতিরিক্ত ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতেন। শুধু দু’ঘন্টা অতিরিক্ত ক্লাসের পাশাপাশি নিজ আগ্রহ ও চেষ্টায় ২০১৭ সালে অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় বি (৩.২৫) গ্রেড লাভ করেন শাহেদ। আলাউদ্দিনের স্ত্রী নাসরিন জাহান বলেন, শাহেদ গত ৪ বছর আগে চাকুরীতে যোগদান করেন। তার ছেলের পড়াশুনার আগ্রহ দেখে