খালেদ হোসাইন টাপ, রামু:
রামুতে চাষী পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় দিনব্যাপী প্রদর্শণী কৃষক প্রশিক্ষণ এবং ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণের জন্য বিনামূল্যে বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) উপজেলা কৃষি অফিস চত্বরে চাষীদের মাঝে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, উপজেলা নির্বাহী অফিসার মোহাং শাজাহান আলি, উপজেলা কৃষি কর্মকর্তা আবু মাসুদ ছিদ্দিকী, রাজারকুল চেয়ারম্যান মুফিজুর রহমান, উপ সহকারি কৃষি কর্মকর্তা ছোটন কান্তি দে, আবদুল মুবিন ও মোঃ আকবর হোসেন ছিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানে চাষী পর্যায়ে অর্ধশতাধিক কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, বতর্মান সরকার কৃষিবান্ধব। তাই সরকার কৃষকদের মাঝে সব ধরনের সহযোগীতা দিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকরণ পাওয়া নির্বাচিত কৃষকরা উপস্থিত ছিলেন।