প্রেস বিজ্ঞপ্তি :

২০১৭ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কক্সবাজার সরকারি কলেজ হতে ২৭ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি লাভ করেছে। এর মধ্যে বিজ্ঞানে ০৪ জন, মানবিকে ১৪ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ০৯ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়।

এ কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যেও বিজ্ঞানে ৩৪, মানবিকে ১৪ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ২৩ জন সহ ৭১ জন এসএসসি পরীক্ষা- ২০১৭ এর ভিত্তিতে বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে।

বিপুল সংখ্যক শিক্ষার্থী বোর্ড বৃত্তির জন্য নির্বাচিত হওয়ায় কক্সবাজার সরকারি কলেজ পরিবার আনন্দিত ও উৎফুল্ল। কলেজ অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী বৃত্তির জন্য নির্বাচিতদের অভিবাদন জানান এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের অধ্যবসায় ও শিক্ষার প্রতি আরো মনোনিবেশ করে ভাল ফলাফল তথা এ ধরণের সাফল্য অর্জনের মাধ্যমে কলেজের ও অত্র অঞ্চলের ভাবমূর্তি উজ্জ্বল করার পরামর্শ দেন।