মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় অপহরণের ৩ ঘন্টা পর উদ্ধার হয়েছে ৮ম শ্রেণীর এক ছাত্র। তার নাম আকিফুর রহমান শাওন (১৪)। গত ১৭ জানুয়ারী বুধবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের চিব্বাড়ি এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে। শাওন চিব্বাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার আইসক্রিম ব্যবসায়ী আবুল কালামের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৫টায় পদুয়া থেকে বাড়ির বাজার করে সিএনজি যোগে ফিরছিলেন শাওন। চিব্বাড়ি চারা বটতল এলাকায় সিএনজিটি পৌঁছলে অপহরণকারীর একটি দল গাড়ি গতিরোধক করে শাওনকে গাড়ি থেকে নামিয়ে ধরে মোটরসাইকেলে করে নিয়ে যায়। তাকে (শাওন) তুলে নেয়ার খবর সিএনজি চালক তার বাবাকে জানায়। শাওনের পিতা আবুল কালাম জানান, আমার ছেলেকে সিএনজি থেকে নামিয়ে কয়েকজন যুবক মোটরসাইকেলে করে নিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশকে জানায়। ৩ ঘন্টা পর রাত ৮টায় স্থানীয় লোকজনের সহয়োগীতায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে ছদাহার আজিমপুর ছোট ঢেমশায় একটি কালভার্টের নিচে থেকে শাওনকে উদ্ধার করে । সাতকানিয়া থানার দারোগা প্রিয়লাল ঘোষ বলেন, অপহরণের খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ছোট ঢেমশা থেকে অক্ষত অবস্থায় শাওনকে উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনায় জড়িত পদুয়ার দরগাহ্ মোড়ার আবু মুসার ছেলে আইয়ুব নামের ১জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় শাওনের পিতা আবুল কালাম বাদী হয়ে ৩ জনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।