ওসমান গণি, কক্সবাজার সদর :
কক্সবাজার সদর উপজেলাধীন পোকখালী ইউনিয়নের অন্তর্গত গোমাতলী ৮নং ওয়ার্ডের শেষ সীমানায় আমির মিজ্জি ঘোনায় এলাকায় ডাকাতির খবর পাওয়া গেছে। গত রাত আনুমানিক ১০ টা ৪০ মিনিটের সময় আমির মিজ্জি ঘোনায় পশ্চিম গোমাতলীর নুরুল হুদা ও উত্তর গোমাতলীর গুরা মিয়া । এ ২ জনকে ডাকাতি করেছে বলে অভিযোগ করেন গুরা মিয়া। ডাকাতির সময় তাকে ৪টি দেশীয় তৈরি বন্দুক দিয়ে জিম্মি করে এবং মুখে ও হাতে কাপড় বেঁধে তাকে রাস্তার পাশে ফেলে রাখে। এমন সময় তার পকেটে থাকা নগদ ৪০ হাজার টাকাসহ ভোটার আইডি কার্ড ও হিসাবের কাগজপত্র ছিনিয়ে নেয়। নুরুল হুদা টমটম নিয়ে বাড়ি যাওয়ার সময় টমটমসহ তাকে আটকে দা দিয়ে এলোপাথাড়ী কুপিয়ে জখম করে তার কাছ থেকে নগদ টাকা ও ২টি মোবাইল ছিনিয়ে নেয় বলে জানান গুরা মিয়া। ঘটনার সময় টমটম ড্রাইভারের চিৎকারে লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। গুরা মিয়া খবরটি পোকখালী চেয়ারম্যানকে জানালে তিনি ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে অবহিত করলে তদন্ত কেন্দ্রের টুআইসি দেবাশীষ সরকারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে পোকখালীর ৮নং ওয়ার্ডের মেম্বার আলা উদ্দীনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনাটি ঘটেছে শুনেছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডাকাতের প্রহারে আহত নুরুল হুদা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পোকখালী-গোমাতলী সড়কে নিয়মিত ডাকাতির ঘটনা ঘটায় এলাকাবাসীকে ভয়ে পথ চলাচলে বাধ্য হচ্ছে। এ ব্যাপারে তারা সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।