নিজস্ব প্রতিবেদক
আগামী ২৯ জানুয়ারী, সোমবার কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও হুসনে ক্বিরাত প্রতিযোগিতা।
আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর আয়োজনে ক্বিরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসার গ্র্যান্ড ইমাম ও খতীব শাইখ ড. ইক্বরমা সাঈদ আব্দুল্লাহ সবরী।
তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা কক্সবাজার শাখার সার্বিক ব্যবস্থাপনায় এতে পবিত্র কুরআন তেলাওয়াত করবেন বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ট ক্বারী মিসরের ড. শাইখ আহমাদ আহমাদ নাঈনা, আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর সহ-সভাপতি, বাংলাদেশের গৌরব বিশ্বখ্যাত ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী, মিসরের খ্যাতনামা ক্বারী শাইখ মুহাম্মাদ মুহাম্মাদ মুরীজী, ইরানের ক্বারী সাইয়্যেদ মুহাম্মাদ জাওয়াদ হুসাইনী, আরবের প্রখ্যাত সুরকার ও সিরিয়ার ইসলামী সঙ্গীত শিল্পী মুনশিদ ক্বারী মু’তাসিম বিল্লাহ আল আসালী, আলজেরিয়ার ক্বারী শাইখ রিয়াদ আল জাযায়েরী, ভারতের ক্বারী মুহাম্মদ তাইয়্যিব জামাল।
এছাড়া দেশের খ্যাতনামা ক্বারীরা এতে অংশ গ্রহণ করবেন।
ক্বিরাত সম্মেলনে সভাপতিত্ব করবেন জামিয়া এমদাদিয়া আজিজুল উলুমের (পোকখালী মাদরাসা) প্রতিষ্ঠাতা ও সদরে মুহতামিম মাওলানা মুখতার আহমাদ।
ক্বিরাত সম্মেলন সফল করতে শুক্রবার (১৯ জানুয়ারী) রাত ৯টায় খুরুশকুল রস্তার মাথা সংলগ্ন তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা ক্যাম্পাসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক হাফেজ মাওলানা রিয়াদ হায়দারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় সহ-সভাপতি আবদুর রহমান, সদস্যসচিব আলহাজ্ব আনিসুল হক চৌধুরী, অর্থ সম্পাদক ইজতেবাহ উল্লাহ আরমান, এডভোকেট নেজামুল হক, এডভোকেট আকতার উদ্দিন হেলালী, সরওয়ার কামাল, কাজী মাওলানা মনজুরুল আলম, মাওলানা আনোয়ার হোছাইন, মাওলানা নুরুল হক চকোরী, ব্যবসায়ী পিয়ার মুহাম্মদ বাবুলসহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় মাদরাসার কো-অর্ডিনেটর ইয়াহইয়া মানিক, আমিনুল হিফজ আবদুল্লাহ আল মামুনসহ শিক্ষকরাও উপস্থিত ছিলেন।