নুসরাত পাইরিন:
জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। উন্নয়ন সমন্বয় কমিটির সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা,জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ (সিআইপি),কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ) লে: কর্ণেল মো: আনোয়ার উল ইসলাম, সিভিল সার্জন ডা: আবদুস সালাম, দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা মো: আলী কবির, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল,পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরীসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কক্সবাজার বিশ্বের একটি অন্যতম প্রসিদ্ধ এলাকা। সবার আন্তরিক সহযোগিতা থাকলে কক্সবাজার সারা বিশ্বের রোল মডেল হবে। তিনি আরও বলেন,এখন শুষ্ক মৌসুমে অনেক স্থানে অগ্নিকান্ডের ঘটনা হওয়ার আশঙ্কা থাকে। এবিষয়ে সতর্কতা অবলম্বনে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। পাশাপাশি ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষকে মহড়ার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করার পরামর্শ প্রদান করেন জেলা প্রশাসক। এ ছাড়া চৌফলদন্ডীতে উন্নতমানের লবণ উৎপাদন কেন্দ্র নির্মানের অগ্রগতি বিষয়ে খোঁজ-খবর নেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোহাম্মদ মাহিদুর রহমান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন মোহাম্মদ শিবলী নোমান,রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাজাহান আলী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবুল কালাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নোমান হোসেন, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তানভীর আহমেদ,জয়নাল আবেদীন, জিন্নাত শহীদ পিংকি এবং জনপ্রতিনিধিরাসহ বিভি%A