সংবাদদাতা:
চকরিয়ার ডুলাহাজারাতে ডাম্পার গাড়ির ধাক্কায় আব্দুল্লাহ (২২) নামের এক পথচারী নিহত হন। গত ২২ শে জানুয়ারী দুপুর ১২ টা ৫৫ মিনিটের সময় উলুবনিয়া রাস্তার মাথায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত আব্দুল্লাহ অত্র ইউনিয়নের রংমহল দক্ষিণপাড়া গ্রামের মমতাজ উদ্দীনের ছেলে অথ্যাৎ ৮ নং ওয়ার্ড ইউ,পি সদস্য মো: সোলামাইনের সর্ম্পকে ভাতিজা হয়।
খোজঁ নিয়ে জানা যায়, নিহত এ পথচারী বাড়ী থেকে অটোরিক্স নিয়ে তার কর্মস্থল ওয়ার্কসপ দোকানের সামনে এসে রিক্স থেকে নেমে উলুবনিয়া রাস্তার মাথা হাইওয়ে মহাসড়ক পারা/পার করার অপেক্ষায় দাড়িয়ে থাকে। এমতাবস্থায় কক্সবাজার হয়ে চকরিয়ার উদ্দেশ্যে আশা যাত্রী বাহি মাইক্রোবাস (চট্ট মেট্টো চ-১১-৪৬৬৪) গাড়িটি এসে এ রাস্তার মাথায় দাড়ালে যাত্রী নামার সময় হঠাৎ পিছন থেকে বেপরোয়ারা হয়ে দ্রুত গতিতে আসা ডাম্পার (চট্ট মেট্টো ড-১১-২০৩০) গাড়ি টি গতি হারিয়ে নিহত এই পথচারীসহ অটোরিক্স শুদ্ধ নিয়ে জমিনে নেমে পড়ে। এতে করে পথচারী মৃতে্যুর ঘটনা ঘটে। জানাযায় ডাম্পার গাড়ির মালিক অত্র ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা দুদু মিয়া, তবে ডাম্পা চালকের নাম জানা যায়নি। অটোরিক্স চালক অত্র ইউনিয়নের মাইজপাড়া গ্রামের বদর উদ্দীনের ছেলে বলে জানা গেলেও চালকের নাম জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলেন আব্দুল্লাহ মৃতে্যুতে সম্পুর্ণ ভাবে ডাম্পার চালকই দায়বলে উল্লেখ্য করেন তারা।
এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশের সাব- ইন্সপেক্টর রুহুল আমিন কক্সবাজার বাণীর প্রতিবেদককে জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমিসহ সঙ্গিয় ফোর্স নিয়ে মহুর্তের মধ্যে ঘটনাস্থলে পৌছে এ পথচারীকে দ্রুত মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে যায়। এতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। বিধায় আমরা ঘটনার প্রাথমিক সুরতহাল রির্পোট লিপিবদ্ধ করেছি। ফলে আমরা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো